অপরাধ জগতের ‘বস অব দ্য বসেস’র মৃত্যু
বস অব দ্য বসেস বলা হয় তাকে। অপরাধ জগতের গডফাদারদেরও গডফাদার তিনি। বার্ধক্যজনিত কারণে সেই মাফিয়ার মৃত্যু হয়েছে।
ইতালির কুখ্যাত সন্ত্রাসী সালভাটোর টোটো রিনা ৮৭ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার (১৭ নভেম্বর) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো। সিসিলিয়ান মাফিয়া গ্রুপের প্রধান ছিলেন তিনি।
১৯৯৩ সালে পুলিশের হাতে গ্রেফতার হন। সেই গ্রেফতারের ঘটনা নিয়ে ‘দ্য বস অব বসেস’ টিভি সিরিজও তৈরি হয়।
টোটো রিনা অন্তত ২৬ বছর জেল খেটেছেন। ১৫০ খুনের মধ্যদিয়ে খুনি হিসেবে কুখ্যাতি ছড়িয়েছে তার।
মৃত্যুর আগে পারমার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অনেকদিন কোমায় ছিলেন, এরমধ্যে তার পরিবার সাক্ষাতের সুযোগ পেয়েছিল।
বস অব দ্য বসেস বলা হয় তাকে। অপরাধ জগতের গডফাদারদেরও গডফাদার তিনি। বার্ধক্যজনিত কারণে সেই মাফিয়ার মৃত্যু হয়েছে।
ইতালির কুখ্যাত সন্ত্রাসী সালভাটোর টোটো রিনা ৮৭ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার (১৭ নভেম্বর) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো। সিসিলিয়ান মাফিয়া গ্রুপের প্রধান ছিলেন তিনি।
১৯৯৩ সালে পুলিশের হাতে গ্রেফতার হন। সেই গ্রেফতারের ঘটনা নিয়ে ‘দ্য বস অব বসেস’ টিভি সিরিজও তৈরি হয়।
টোটো রিনা অন্তত ২৬ বছর জেল খেটেছেন। ১৫০ খুনের মধ্যদিয়ে খুনি হিসেবে কুখ্যাতি ছড়িয়েছে তার।
মৃত্যুর আগে পারমার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অনেকদিন কোমায় ছিলেন, এরমধ্যে তার পরিবার সাক্ষাতের সুযোগ পেয়েছিল।