জয়ে ফিরলো রাজশাহী, হতাশার বৃত্তে সিলেট

টানা দুই হারের পর এক ম্যাচ জিতে ফের পরাজয়ের শিকার মুশফিক-স্যামির রাজশাহী জয়ে ফিরলো। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিলেটের দেয়া ১৪৭ রানের লক্ষ্যটা ৭ উইকেট ও ১৫ বল হাতে রেখে টপকে গেছে তারা। মধুর প্রতিশোধই নিল রাজশাহী। টুর্নামেন্টে দু’দলের প্রথম দেখায় তারা সিলেটের কাছে ৩৩ রানে (২০৬ রানের টার্গেট) হেরেছিল।
ওপেনিং জুটিতে ৬৫ রান (৮.৩ ওভার) তুলে ভালো শুরু এনে দেন মুমিনুল হক (৪২) ও রনি তালুকদার (২৪)। ১ রান যোগ হতেই অাউট হন সামিত প্যাটেল (১)। আর কোনো উইকেট ফেলতে পারেননি সিক্সার্স বোলাররা।
অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটিতে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হাসান ও মুশফিকুর রহিম। ঝড়ো ব্যাটিংয়ে জাকির ২৬ বলে ৫১ ও মুশফিক ২০ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। উইকেট তিনটি নেন নাসির হোসেন, টিম ব্রেসনান ও আবুল হাসান।
এর আগে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান ইনজুরি থেকে একাদশে ফেরা রাজশাহী দলপতি ড্যারেন স্যামি। শুরুর ধাক্কা সামলে লড়াকু সংগ্রহ এনে দেন সাব্বির রহমান ও টিম ব্রেসনান।
No comments:
Post a Comment